First123Last
1 of 5 pages
 1. Answer
  বায়ূ দূষণের দটি কারণ হলো-
  ১. যেখানে সেখানে কফ, থুথু ফেললে রোগজীবাণু বায়ুতে মিশে বায়ুকে দূষিত হয়।
  ২. ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধুযুক্ত ও দূষিত হয়।

  Explanation: Not available 


  1. Forum
 2. Answer
  ১. ময়ল আবর্জনা খাল, বিল, পুকুর বা নীতে মিশে পানিকে দূষিত করে।
  ২. পানিতে ময়লা আবর্জনা ফেললে, থালা বাসন ধুলে, কাপড়কাচলে, গরু মহিষ গোসল করালে পানি দূষিত হয়।

  Explanation: Not available 


  1. Forum
 3. Answer
  অতিরিক্ত শব্দের কারণে পরিবেশে শব্দ দূষণ হয়। এবং ফলে আমাদের শোনার সমস্যা, মাথা ব্যাথ, শ্রবণ শক্তি কমে যাওয়া, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের রোগ বৃদ্ধি ইত্যাদি হতে পারে।

  Explanation: Not available 


  1. Forum
 4. Answer
  সবসময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। অথবা ময়লা আবর্জনা মাটিতে গর্ত করে রেখে মাটি চাপা দিয়ে রাখা উচিত।

  Explanation: Not available 


  1. Forum
 5. Answer
  দূষিত পান পান করলে আমাদের নানা রকমের রোগ হতে পারে। যেমন- ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কলেরা। এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের লক্ষ রাখা উচিৎ যেন পানি দূষিত না হয়।
  দূষিত বায়ুতে দুর্গন্ধ এবং ধোঁয়া ছাড়াও ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি খুব ছোট ছোট জিনিস ভেসে বেড়ায়। আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে এ সকল দূষিত পদার্থ ফুসফুসে চলে যায়। এতে অনেকের শ্বাসকষ্ট হয়।
  ময়লা আবর্জনা মাটিতে গর্ত করে রেখে মাটি চাপা দিয়ে রাখতে হয়। এতে করে পানি ও বায়ু দূষিত হতে পারে না। তাই আমাদের পরিবেশ সংরক্ষণ করা উচিত।

  Explanation: Not available 


  1. Forum
First123Last
1 of 5 pages